প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২০:০০
চাঁদপুর পৌর প্রশাসকের শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজ পরিদর্শন
চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) দুপুরে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। পরে পৌর প্রশাসক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক পৌর প্রশাসককে বই উপহার তুলে দেন। পরিদর্শনকালে চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মুশিউর রহমান, পৌর শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল, হিসাবরক্ষক মো. মনিরুজ্জামান মানিক, শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক, সহকারী প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার তৌহিদাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর
পৌর প্রশাসক শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজে আগমন করলে স্কাউট সদস্যরা এবং শিক্ষার্থীবৃন্দ বাদ্যযন্ত্রের তালে তালে তাঁকে স্বাগত জানায়।