বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯

গাছতলা দরবারের দ্বীনি খেদমত

পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জুবায়ের
গাছতলা দরবারের দ্বীনি খেদমত

আল্লাহর মহান ওলী কুতুবুল ইরশাদ, কাইয়্যুমে জামান, শাহসুফী আল্লামা খাজা আহমদ শাহ্ নকশেবন্দী মোজাদ্দেদী (র.) প্রতিষ্ঠিত চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফ দেশের বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে। তরিকতের খেদমতকে স্থায়ী রূপ দিতে প্রাতিষ্ঠানিক খেদমতও দিয়ে যাচ্ছে এই দরবার। চাঁদপুর ছাড়াও রাজধানী ঢাকাসহ আরো কয়েকটি জেলায় হিফজখানা, মক্তব, মসজিদ, খানেকাহ এবং আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই দরবার শরীফের আওলাদগণ।

দরবার শরীফে প্রতিষ্ঠিত বহু পুরোনো খাজা আহমদ শাহ্ (র.) সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা দেশজুড়ে খ্যাতিমান। এই হিফজখানা থেকে খ্যাতিমান হাফেজে কোরআন হয়ে দেশ-বিদেশে বেশ সুনামের সাথে দ্বীনের তথা সুন্নীয়তের খেদমত করছেন অনেকে। দরবারের এই হিফজখানা ছাড়াও ঢাকা শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, শ্যামলী খাজা আবুল খায়ের হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, টাঙ্গাইল শাহাধারিপাড়া সুন্নীয়া আলিম মাদ্রাসা, হিফজখানা, এতিমখানা ও মসজিদ, ফরিদগঞ্জ কড়ৈতলী খাজা আহমদীয়া আলিম মাদ্রাসা, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ খাজা তৈয়্যবুল ইসলাম জামে মসজিদ ও মক্তবখানা এবং দরবার শরীফে প্রতিষ্ঠিত খাজা এনায়েত উল্লাহ একাডেমি গাছতলা দরবারের আওলাদগণ প্রতিষ্ঠা করেছেন। ঢাকা শাহজাহানপুর রেলওয়ে হাফেজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসাটি ঢাকার বুকে সুন্নীয়তকে স্থায়ী রূপ দিতে অসাধারণ ভূমিকা রাখছে। এছাড়া ঈদে মিলাদুন্নবী, শবে মেরাজ, শবে বরাত, শবে ক্বদর, ফাতেহা-ই-ইয়াজদাহম, রমজানে ইফতার মাহফিল, বাৎসরিক ওরশ মাহফিলসহ ইসলামী নানা অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করা হয়।

শরীয়ত তরিকতের খেদমত এবং দ্বীনি ইলম শিক্ষা প্রসারের পাশাপাশি ইসলামী ভাবধারায় আধুনিক শিক্ষা দানের জন্যে খাজা এনায়েত উল্লাহ একাডেমি বেশ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই দরবার শরীফকেন্দ্রিক কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। দরবার শরীফের আশেকান, জাকেরান, মুহিব্বিন ও ভক্তদের দান-অনুদান এবং পরামর্শ আমাদের এই বৃহৎ কার্যক্রম পরিচালনায় আলহামদুলিল্লাহ সহায়ক ভূমিকা রাখছে। সেজন্য সকলের কাছে কৃতজ্ঞ। রাব্বুল আলামিন তাঁর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ছদকায় কবুল করুন।

পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জুবায়ের : খতিব, খাজা আহমাদ শাহ (র.) জামে মসজিদ, গাছতলা, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়