প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০৮। তুমি ইহাতে কখনও দাঁড়াইও না; যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তাক্ওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিক যোগ্য। তথায় এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালবাসে এবং পবিত্রতা অর্জনকারীদিগকে আল্লাহ পছন্দ করেন।