রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫২

মতলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

মতলব দক্ষিণ উপজেলায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার (১৯ জানুয়ারি ২০২৫) বাদ আসর মতলব হাই স্কুল জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহম্মেদ সরকারের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর।

উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ- সভাপতি বাবুল ফরাজি, হানিফ পাটোয়ারী, দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. ওয়ালী উল্লাহ ঢালী, খোরশেদ আলম মন্টু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, মনির হোসেন বেপারি, ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী,

যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াজী, প্রবাসী কল্যাণ সম্পাদক বোরহান ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য মিরাজ মাহমুদ জিসান,

পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, ছাত্রনেতা ওবায়েদ মিয়াজী, সাদ্দাম হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মনজুর আহমেদ ও মুয়াজ্জিন মাওলানা বিল্লাল হোসেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়