প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৪
কচুয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন
কচুয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) কচুয়া পৌর বিএনপির উদ্যোগে কচুয়া উত্তর বাজারে ১নং এস আর অফিস জামে মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান।
|আরো খবর
পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিব উল্যাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্যাহ আমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান, ফখরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ গাজী, সদস্য সচিব মো. রুবেল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব দুলাল প্রধান, ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান হোসাইন, সহ-সভাপতি শাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন কচুয়া উত্তর বাজার ১নং এস আর জামে মসজিদের খতিব মাওলানা এমরান হোসেন।