প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর গ্রামের তফাদার বাড়ির আনোয়ার হোসেন খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।
জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান খোকনকে নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
একই সঙ্গে খোকনকে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন ও পুনর্গঠনে মতামত প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আগে থেকেই খোকন আমেরিকা, ইউরোপ, কানাডা, আফ্রিকায় বিএনপির কমিটি গঠন ও পুনর্গঠনে মতামত প্রদানের দায়িত্বে আছেন।
আনোয়ার হোসেন খোকনের পিতা মরহুম মমতাজ উদ্দিন কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করেন। তার মা আনোয়ারা বেগম একজন গৃহিণী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে বর্তমানে লন্ডনে কর্মরত।