প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
‘রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন’-এই স্লোগানে কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রহিমানগর লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস করে যাচ্ছে। শেখ হাসিনা ৪২ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে আসছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আজ শেখ হাসিনার কারণে বাংলাদেশ পৃথিবীতে সম্মানিত রাষ্ট্রের নেতৃত্বের পর্যায় চলে গেছে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে বিরোধিতাকারী জামায়াত-বিএনপি একদিকে ষড়যন্ত্র করছে অন্যদিকে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এতো অল্প সময়ের মধ্যে উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ উন্নত বিশ্বের শিখরে তুলতে পারেনি। বিএনপি-জামাত এ উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি আরো বলেন, তাদের নেতাকে আমি প্রশ্ন করতে চাই, এ দেশের জন্য আপনার কী অবদান আছে? পৃথিবীর কোনো দেশের বিচার ব্যবস্থাকে হুমকি-ধমকি দিয়ে বন্ধ করার নজির নেই। জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তাঁরই প্রতিনিধি হিসেবে আমাকে সমর্থন করুন। নৌকার বিজয় সুনিশ্চিত। কারণ, আমাদের সাথে রয়েছেন এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহপরান, সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি টিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস, শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মেহেদী হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ও রেজাউল মাওলা হেলাল, যুবলীগ নেতা আহসান হাবীব জুয়েল, এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম প্রমুখ।