বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বিনামূল্যে সাড়ে ৩শ’ চক্ষু ও ছানি রোগীর চিকিৎসা সেবা
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তিতে বিনামূল্যে ৩শ’ ৫০জন চক্ষু ও ছানি পড়া রোগীর চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে উয়ারুক ব্লু-হার্ট ও ফ্রেন্ডস ’৯৫ ব্যাচের আয়োজনে এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা সেবা দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক খন্দকার মনিরুজ্জামান শান্তর সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি। তিনি বলেন, চোখ একটি অমূল্য সম্পদ, চোখ থাকতে সকলকে চোখের যত্ন নিতে হবে। এছাড়া তিনি আয়োজকদের ও সেবা নিতে আসা রোগীদের স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। পরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক (ব্যবস্থাপনা পরিচালক, জেনেসিস টেকনোলজিস লিঃ মি:)। এই চক্ষু সেবা কার্যক্রমে ছিলেন ডাঃ সাইফুল ইসলাম জাবেদ ও ডাঃ সাখাওয়াত হোসেন (মেডিকেল অফিসার চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতাল)। আরো অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাসুদ পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দৈনিক মানবজমিনের শাহরাস্তি প্রতিনিধি মোঃ মাসুদ রানা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সেলিম পাটোয়ারী, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মনির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়