প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ছেলের বউয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবার পর বাড়ির সবার অগোচরে বিষপান করে আত্মহত্যা করেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ শশুর অজিত চন্দ্র দাস। ১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টার সময় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামের সুবল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
গতকাল ২ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে এগারোটার সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে বৃদ্ধের মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল সামাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের জামাতা সুনীল জানায়, অজিত দাশ আগে মাছ ধরার কাজ করত, এখন কাজ করেন না, বাড়িতেই থাকেন। তার ছেলে-মেয়েসহ ৮ সন্তান।
ঘটনার দিন পারিবারিক কলহের জের ধরে ছেলের বউ সুমির সাথে ঝগড়া হয়। এরপর তিনি নিজ ঘরে বিষপান করেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বাড়ির লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে রাখা হয়নি। চাঁদপুর হাসপাতালে রেফার করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।