প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৬৮জন টিসিবির কার্ডধারীর মাঝে পণ্য বিতরণ করা হয়। পণ্য বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী।
জানা যায়, টিসিবির নির্ধারিত প্রতি কার্ডধারীর মাঝে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল ও ৫ কেজি চাল বিতরণ করা হয়। সরকারি ভর্তুকি মূল্যে ৪৭০ টাকায় এসব পণ্য বিক্রয় করা হয়।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী জানান, সুশৃঙ্খলভাবে টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য দেয়া হয়। টিসিবির ডিলারের পাশাপাশি আমাদের পরিষদের সদস্যরাও সহযোগিতা করেছেন সুষ্ঠুভাবে পণ্য বিতরণ করতে।
টিসিবির পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন টিসিবির ডিলার মুন্সী ট্রেডার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান (পাপ্পু), প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য ইউপি সদস্য।