বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দুই যুগপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর কমিউনিটি পুলিশিং প্রতিষ্ঠার দুই যুগপূর্তি উপলক্ষে চাঁদপুর অঞ্চল-৫-এর পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বেলা ৩টায় কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর উদ্যোগে মুন্সেফপাড়া ও চৌধুরী পাড়া মহল্লার সার্বিক সহযাগিতায় জীবনদীপ কার্যালয়ে ও সেবা সিটি সেন্টারের ২য় তলায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অঞ্চল-৫ এর সভাপতি রোটাঃ কাজী শাহাদাতের সভাপ্রধানে এবং চৌধুরী পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২৫ আগস্ট দুই যুগপূর্তি হয়। সে সময় শোকের মাস হওয়ায় কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়নি। তাই কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এর উদ্যোগে আজকের চিত্রাঙ্কন ও হস্ত লিখন প্রতিযোগিতা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি যখন সারারাত আপনাদের নিরাপত্তার জন্য রাস্তায় বের হই তখন আমার সাথে কমিউনিটি পুলিশিং টহল সদস্যরাও আপনাদের নিরাপত্তায় থাকতে দেখি। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং, মাদকসহ যে কোনো ধরনের সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ সংঘটিত হলে আমাকে যে কোনো সময় ফোন করে তথ্য দেবেন, তথ্যদাতার নাম গোপন রাখা হবে। আমার থানার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যে কোনো প্রয়োজনে আপনাদের সমস্যার কথা আমাকে জানাতে থানাতে আসবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, অভিভাবকদের পক্ষে সাংবাদিক মোরশেদ আলম রোকন, মুন্সেফ পাড়া মহল্লা কমিটির সেক্রেটারী মোঃ আব্দুল মোতালেব মিলন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মৃণাল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোড়ালিয়া রোড মহল্লা কমিটির সভাপতি হারুন রশিদ পাটওয়ারী, ঘোষপাড়া-আদর্শ মুসলিম পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী।

ক, খ, গ, তিনটি বিভাগে হস্তলিখন ও চিত্রাঙ্কন ২ বিভাগে শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের ফলাফল মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং যে ভেন্যুতে পুরষ্কার বিতরণ করা হবে তাতেও জানিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়