প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের চতুর্থ সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। সভায় নির্দিষ্ট আলোচ্যসূচির উপর আলোচনা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল- সাংবাদিক সমাবেশ ২০২৩ উদযাপন, বার্ষিক আনন্দ ভ্রমণ ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকা। এছাড়া বিগত দিনে বাস্তবায়িত কার্যক্রম সভায় তুলে ধরা হয়। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবর রহমান সুৃমন।
সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহিদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর, রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম রোকন, শওকত আলী, চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের সদস্য মিজান লিটন প্রমুখ।