বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে সংখ্যালঘুর দোকান ভাংচুর
স্টাফ রিপোর্টার ॥

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম মিয়ার নেতৃত্বে এক সংখ্যালঘুর দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কচুয়া মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত জয় কর্মকারের জয় ডিজিটাল সাইনে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী এ হামলা চালায়। এতে ওই দোকানের কম্পিউটার, প্রিন্টারসহ দোকানে থাকা অন্যান্য মালামাল ভাংচুর হয়।

ঘটনার বিবরণ ও জয় কর্মকার সূত্রে জানা যায়, আজ ১ সেপ্টেম্বর শুক্রবার ছাত্রলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে কচুয়া কলেজ শাখা ছাত্রলীগ ঐ সম্মেলনে যোগদানের লক্ষ্যে ব্যানার ফেস্টুন তৈরির জন্য জয় কর্মকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসে। জয় কর্মকার ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম মিয়াসহ তার কর্মীদের নিকট হতে ব্যানার তৈরির জন্য ঘন্টাখানেক সময় চাইলে তারা সময় দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা জয় কর্মকারের দোকান ভাংচুর করে। এ ঘটনায় জয় কর্মকারের দোকানের কর্মচারী মিনহাজ (২০) ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম মিয়া (২৫) আহত হন। উভয়ই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। ঘটনার পর জয় কর্মকার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা বলেন, বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়