বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০

সংবিধানের দোহাই দিয়ে আর কোনো একতরফা নির্বাচন হবে না
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা বিএনপির সদ্য অনুমোদিত কমিটির প্রথম সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এই সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ আহমেদ আযম খান বলেন, সংবিধানের দোহাই দিয়ে একতরফা আর কোনো নির্বাচন হবে না। বিএনপি নেতা-কর্মীদের নামে হাজার হাজার মামলা, যাতে বিএনপির কোনো নেতা-কর্মী বাইরে থাকতে না পারে। সবাইকে জেলে নিয়ে যেতে পারে। তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে আদালত। আদালতের কোনো স্বাধীনতা নেই। সুপ্রিম কোর্টের বিচারকরা এখন রাজনৈতিক বক্তব্য রাখেন। ফ্যাসিবাদী শাসন কায়েম করে দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে শাসক দল। আজকে হাইকোর্ট লোয়ারকোর্ট নেই, সব আওয়ামী কোর্টে পরিণত হয়েছে।

তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকারকে আর দীর্ঘ হতে দেয়া যাবে না। এদের পতন ঘটাতেই হবে। আপনারা যারা এখানে আছেন সবাই নেতা, আপনাদের শপথ নিতে হবে প্রয়োজনে রাজপথে রক্ত দিবো, কিন্তু সরকারের পতন না করে ঘরে ফিরবো না।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ, সদস্য এমএ হান্নান, আলহাজ্ব মোশাররফ হোসেন, এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, ডাঃ শামীম আহমেদসহ জেলা কমিটির নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, ডাঃ শামীম আহমেদ, আবদুস শুক্কুর পাটোয়ারী, শরীফ মোঃ ইউনুস, দেওয়ান সফিকুজ্জামান, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, মোঃ খলিলুর রহমান গাজী, অ্যাডঃ মোঃ মিজানুর রহমান, হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, ডাঃ আলমগীর কবির পাটোয়ারী, ডিএম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুন উর রশিদ, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ আফজাল হোসেন, অ্যাডঃ মুনিরা চৌধুরী, শাহজালাল মিশন, কোষাধ্যক্ষ আঃ কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী মোঃ ইব্রাহীম জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ কোহিনুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক বশির আহম্মেদ রিপন খান, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্যা খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসীম উদ্দিন পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক অ্যাডঃ শিরীন সুলতানা মুক্তা, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নূরুল আমীন খান আকাশ, মানিকুর রহমান মানিক, ফয়সাল আহমেদ বাহার, সহ-দফতর সম্পাদক মোঃ কামরুল ইসলাম জগলু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডঃ শিরিন আক্তার সুপ্তা, সদস্য মাহবুবুর রহমান শাহীন, নজরুল ইসলাম নজু, জোহরা আনোয়ার হীরা, নাহিদা আক্তার সেতু, শাহীনা আক্তার সানু, নাছরিন আক্তার, শাহাজাহান কবির খোকা প্রমুখ।

সভায় জেলা বিএনপির যেসব নেতৃবৃন্দ নিহত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর প্রধান অতিথি এক এক করে কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন।

গত (২০ জুন) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মণ্ডমহাসচিব অ্যাডঃ রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি ও অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা ও ১৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়