প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা কারাগারে কারাবন্দিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদান করেন বেসরকারি কারাপরিদর্শক স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ সেবা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার ফোরকান ওয়াহিদ, জেলার মুনীর হোসাইন, কারাগারের সহকারী সার্জন ডাঃ বেনজির আহমেদ, ডাঃ মাসুদ রানাসহ অন্যরা।