শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। চাঁদপুর নতুন বাজারস্থ শ্রীশ্রী গোপাল জিউর আখড়ায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জেলা কমিটির সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী ও যুগ্ম সম্পাদক গোপাল সাহা। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, কিশোর সিংহ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তমাল কুমার ভৌমিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, শ্রীশ্রী গোপাল জিউর আখড়া কমিটির সহ-সভাপতি চির রঞ্জন রায় চির ও বিভিন্ন মন্দির থেকে আগত মন্দির কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুন্দর সুশৃঙ্খলভাবে পালনের জন্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে দিকে প্রত্যেকের দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আমাদের জন্মাষ্টমী র‌্যালি সুন্দরভাবে উদযাপনের জন্যে সকলে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কমিটি যে সকল নির্দেশ, আদেশ প্রদান করবে তা মেনে চলার চেষ্টা করবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালনের চেষ্টা করবেন।

উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মউৎসব পালিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়