প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭
রাজধানীতে দুই ট্রাক সরকারি পাঠ্যবই জব্দ, মজুত চক্রের দুই সদস্য আটক
কেন: "বড় ধরনের পাঠ্যবই কেলেঙ্কারি"
সরকারি উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের পাঠ্যবই মজুত করে কালোবাজারে বিক্রির চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে জব্দ করা হয়েছে দুই ট্রাকভর্তি প্রায় ১০ হাজার বই।
|আরো খবর
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাবাজারের ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে বইসহ সিরাজুল ও দেলোয়ার নামে দুই চক্র সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
অভিযানের বিস্তারিত: ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ম থেকে ৯ম শ্রেণির প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত এসব বইয়ের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
মজুতদারি চক্রের উদ্দেশ্য: ডিবি পুলিশের সূত্র জানায়, চক্রটি বছরের শুরুতে সরকারের আন্তরিক উদ্যোগে বিনামূল্যে পাঠ্যবই বিতরণকে ব্যাহত করার লক্ষ্যে এসব বই মজুত করে। পরে তা কালোবাজারে বিক্রি করে বিপুল আর্থিক লাভ করার উদ্দেশ্য ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এ কর্মকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠ্যবই সংকট নিয়ে উদ্বেগ: অভিভাবকরা অভিযোগ করছেন, বছরের শুরুতে অনেক শিক্ষার্থী এখনও পাঠ্যবই পায়নি। এ অবস্থায় বিনামূল্যের সরকারি বই চুরি হয়ে বাজারে বিক্রি হওয়া শিক্ষাব্যবস্থার প্রতি হুমকি স্বরূপ। শিক্ষার মানোন্নয়নে সরকারের প্রচেষ্টাকে ব্যর্থ করতে এমন কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।
পরবর্তী পদক্ষেপ: আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মজুতদারি চক্রের পুরো নেটওয়ার্ক খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানে জব্দ বইগুলো শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
বিশেষজ্ঞদের মতামত: শিক্ষাবিদদের মতে, এ ধরনের ঘটনা সরকারের শিক্ষাবান্ধব উদ্যোগের প্রতি বড় আঘাত। কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে এ সমস্যা বাড়তে পারে। সরকারি পাঠ্যবই বিতরণে স্বচ্ছতা ও সঠিক তদারকি নিশ্চিত করার জন্য বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডিসিকে/এমজেডএইচ