শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫

শাহরাস্তিতে তারুণ্যের ম্যারাথনে অংশ নিলো ৬ শতাধিক প্রতিযোগী

মো. মঈনুল ইসলাম কাজল ।।
শাহরাস্তিতে তারুণ্যের ম্যারাথনে অংশ নিলো ৬ শতাধিক প্রতিযোগী
শাহরাস্তিতে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ।

শাহরাস্তিতে ৬ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। দীর্ঘ ১২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খিলা বাজারের আ. রহিম, দ্বিতীয় হয়েছেন নিজ মেহের গ্রামের মেহেদী হাসান ও তৃতীয় হয়েছেন রাব্বি হোসেন। মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন আফ্রিদা ও দ্বিতীয় হয়েছেন আফিয়া আইশা।

শাহরাস্তিতে প্রথম বারের মতো ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। ভোর থেকেই সড়কের দুপাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ জোগায়। সকাল ১০ টায় অংশ গ্রহণকারী ৬৫ জনকে পুরস্কৃত করা হয়। ম্যারাথন প্রতিযোগিতাটি আকর্ষণীয় করতে সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়