প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৬
শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই
-----ইউএনও সুলতানা রাজিয়া
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলাতানা রাজিয়া বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিশিক্ষার সাথে সাথে খেলাধুলা ও সাহিত্যচর্চা চলমান থাকা জরুরি। কারণ প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি চর্চা, স্কাউটিং ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানবিক বিকাশে এগিয়ে দেয়। একই সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি, সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। মোট কথা শুধু পড়ালেখায় নয়, ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।
|আরো খবর
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) ফরিদগঞ্জের মুন্সিরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
মুন্সিরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এক কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক প্রধান শিক্ষক সামছুল আমিন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য খোরশেদ আলম মজুমদার।
এছাড়া আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান পাটওয়ারী, আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. হাছান, ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহীন পাটওয়ারী।