প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০২
শীতের দিন
অনলাইন ডেস্ক
শীতের দিন আল ইমরান
অপেক্ষার পর এলো শীতের সুর,
সাথে নিয়ে এলো অতিথি পাখির ডানা,
পরীক্ষা শেষে যাবো নানুর বাড়ি,
নানুর হাতের পিঠা খেয়ে মুগ্ধ হবো জানি।রেকেট হাতে খেলবো, ঠেকাবে কে আমাকে?
কিছুক্ষণ পর ভাবি, রেজাল্টটা কি হবে?
কিন্তু আমি জানি, স্বপ্ন পুরণ হতে দেরি নেই,
কিছুদিন পরেই তো রেজাল্ট এসে যাবে, আশা রাখি এই।শীতের হাওয়া, স্মৃতির মিষ্টি রেশ,
দিনগুলো চলে গেল, অথচ হৃদয়ে রয়ে গেছে মধুর এক ছোঁয়া।
কতই না আনন্দ ছিল, কত মধুর ছিল সময়,
শীতের সেই দিনগুলোর গল্প রয়ে যাবে চিরকাল, হৃদয়ের গহীনে।