প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নতুন সভাপতি মনোনীত হয়েছেন ক্যাফে জামান হোটেলের স্বত্বাধিকারী হাজী মোঃ নূরুল আলম লালু। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ২০২২-২০২৩ খ্রিঃ মেয়াদের জন্যে তাকে সভাপতি পদে পদায়ন করে। তিনি আব্দুল আজিজ দেওয়ানের স্থালাভিষিক্ত হলেন। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ ওসমান গণি ও মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয় যে, আব্দুল আজিজ দেওয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় এবং সমিতির সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকায় গত ২০-৮-২০২২ খ্রিঃ তারিখে চাঁদপুর জেলার কার্যকরী কমিটির সভার প্রস্তাবনার আলোকে সংশ্লিষ্ট সিদ্ধান্তটি গ্রহণ করা হয়, যা ০৩ -১১-২০২২খ্রিঃ তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে। -বিজ্ঞপ্তি।