প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী নূরিয়া স্কুল এলাকার একটি বাসা থেকে আড্ডারত অবস্থায় ৬ যুবককে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার সময় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে থানার এসআই শাহজাহান ও সঙ্গীয় পুলিশ ফোর্স এদেরকে আটক করে থানায় নিয়ে আসে। জুয়াখেলা অবস্থায় তাদেরকে ধরা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। দাসপাড়া, আমজাদ আলী সড়ক এলাকায় তাদের বাড়ি বলে স্থানীয় সূত্রে জানা যায়।