শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে তিনটি বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া গ্রামে ইদ্রিস বেপারী বাড়ির প্রবাসী জাহাঙ্গীরের বসতঘরে আগুন লাগে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শিং জানান, ভোররাতে ঘরের মানুষ আগুন লাগার বিষয়টি বুঝতে পারে। পরে ডাক চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে রাস্তার অপ্রতুলতার কারণে বাড়িতে ঢুকতে পারেনি। পরে ভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রবাসী জাহাঙ্গীরের ছেলে রিপন জানান, তাদের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ টাকা স্বর্ণালংকার খাট-আলমিরা, জরুরি কাগজপত্রসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা নেবো।

আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়াদ্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকা-ের এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়