প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০০:০০
বিয়ের অস্বীকৃতিতে গত বৃহস্পতিবার থেকে হাজীগঞ্জের মেয়ে আসমা আক্তার বেলি কচুয়ার ছেলে কাতার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে অনশন করছে। আনোয়ার কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের মৌলভী বাড়ির জামাল হোসেনের ছেলে। আসমা হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ৭নং ওয়ার্ডের গফুর আলী হাজী বাড়ির কামাল হোসেনের মেয়ে।
আসমা আক্তার বেলি জানান, প্রবাসী আনোয়ার হোসেনের সাথে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। যে কারণে আনোয়ার হোসেন তাকে বিয়ে করবে বলে রাখছে এবং ওয়েট (অপেক্ষা) করিয়েছে। সে আলোকে আমাকে আমার বাবা-মা অন্যত্র বিয়ে দেননি। বিষয়টি আমার এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়েছে। সম্প্রতি আনোয়ার হোসেন কাতার থেকে দেশে এসে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই আমি আমার ফ্যামিলি (পরিবার) থেকে তার বাড়িতে একেবারে চলে আসছি।
অপর একটি সূত্রে জানা গেছে, শনিবার (৫ অক্টোবর) সহদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমঝোতা হওয়ার কথা রয়েছে, তবে আসমা বিয়ে ছাড়া অন্য কিছুই মানতে নারাজ।