শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

মতলবে তদন্ত চলাকালে শিক্ষকের ওপর হামলা
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে এসএমসির সভাপতি মোঃ মহিউদ্দিন জামান গেলো ক’দিন আগে মানববন্ধন করেন। ১২ অক্টোবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে পাল্টা মানববন্ধন করেন।

উভয়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম ৩ নভেম্বর বিদ্যালয়ে তদন্ত করতে আসে। এ সময় এসএমসির সভাপতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তদন্ত কার্যক্রম চলাকালীন এক পর্যায়ে এসএমসির সভাপতি মহিউদ্দিন জামানের সমর্থিত মানিক কাজী, রতন কাজী, জাকির হোসেন মিন্টু, বাতেন পাটোয়ারী, নজরুল কাজী ও সেলিম শিকদারসহ আরো অনেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান ও তার পরিবারের ওপর হামলা করে। এতে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির খানকে মতলব উত্তর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

খবর শুনে মতলব উত্তর থানা পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখন সভাপতি ব্যতীত অন্য সকলে পালিয়ে যায়। সভাপতির কাছে উক্ত বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কথা না বলে সুযোগ বুঝে সকলের সামনে তিনিও দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসআই রমিজ তাকে ধরে এনে স্থানীয় ইউপি সদস্যের কাছে রেখে বিকেলে উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার জন্যে বলে যান।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বলে তদন্ত স্থগিত করে তদন্ত কমিটি পরবর্তী কার্যদিবসে পরবর্তী তদন্তের সময় জানিয়ে দেয়ার কথা বলে যান।

এ ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অভিভাবকরা নিজেদের সন্তানদের নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। এলাকাবাসী এসএমসির সভাপতি ও তার সাথে সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়