শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

লন টেনিস খেলোয়াড়দের সংবর্ধনা দিলো চাঁদপুর ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ লন টেনিস টুর্নামেন্টে অংশ নেয়া চাঁদপুর ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ওই টুর্নামেন্টে চাঁদপুর ক্লাব ৩য় স্থান নির্ধারণী ম্যাচে শিরোপা জয়লাভ করে। টুর্নামেন্টের আয়োজনে ছিলো নারায়ণগঞ্জ ক্লাব।

২ নভেম্বর বুধবার রাতে চাঁদপুর ক্লাবের টেনিস মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান ও ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ। ক্লাব সদস্য ও খেলোয়াড় রোটাঃ শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, ক্লাব সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, খেলোয়াড় ফারুক মৃধা ও ক্লাব সদস্য আলমগীর হোসেন বাহার।

নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ টেনিসে অংশ নেয়া চাঁদপুর ক্লাবের খেলোয়াড়রা হলেন : ৩৫ থেকে ৪৫ বছরে অংশ নেয়া শরীফ মোঃ আশরাফুল হক ও বিএম হারুনুর রশীদ, ৪৫ থেকে ৫৫ বছরের কোটায় বশির আহমেদ রিপন ও ফারুক মৃধা এবং ৫৫ বছর থেকে উন্মুক্ত শেখ মনির হোসেন বাবুল ও সফিউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে ক্লাবের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষের আয়োজনে এ টুর্নামেন্টে চাঁদপুর ক্লাবসহ ২২টি দল অংশগ্রহণ করেছিলো। খেলাগুলো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়