প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এ বছর বিজয় মেলা উদ্যাপনকল্পে আগামীকাল ৫ নভেম্বর শনিবার বিকেল ৪টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। সভায় মেলার উপদেষ্টা, স্টিয়ারিং কমিটির সকল সদস্য, উদ্যাপন কমিটির সকল সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সকল উপ-কমিটির আহ্বায়ক ও সচিবদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন বিজয় মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল রশীদ।