শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০

ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে একদিনে ৫ মরদেহ
মিজানুর রহমান ॥

৩ নভেম্বর বৃহস্পতিবার একদিনে চাঁদপুর মর্গে বিভিন্ন ঘটনায় নিহত ৫ জনের মরদেহ প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্যে এ মরদেহগুলোর সুরতহাল তৈরি করে বিভিন্ন থানা থেকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল আহসান আসিব।

সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, সদর উপজেলার মধ্য তরপুরচন্ডিতে মোঃ মাসুদ (২১) নামে এক যুবক পারিবারিক কলহে বিষ খেয়ে মৃত্যুবরণ করেন। তিনি বরগুনা জেলার পাথরঘাটা থানার কালীবাড়ি এলাকার মোঃ ছিদ্দিক বিশ্বাসের ছেলে। চাঁদপুরে রাজমিস্ত্রীর কাজ করতেন। ময়নাতদন্তের জন্যে লাশ হাসপাতাল থেকে মর্গে প্রেরণ করা হয়।

এর আগে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় ফরিদগঞ্জে আরেক ঘটনায় নিহত রাব্বি হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ। তিনি শ্রীকালিয়া ফরিদগঞ্জ শ্রীকালিয়া গ্রামের মোঃ আমিন মিয়ার ছেলে। তারপর হাসপাতাল থেকে পাঠানো হয়েছে চাঁদপুর জেলা কারাগারের হাজতি বাতেন তালুকদার (৫৫) নামে অপর ব্যক্তির লাশ। তার বাড়ি ফরিদগঞ্জের শোভান গ্রামে।

বৃহস্পতিবার দুপুরের মধ্য এই তিন মরদেহ মর্গে নেয়া হলেও বিকেলের দিকে এক নারীসহ আরো দুটি লাশ মর্গে প্রেরণ করা হয়। এসব লাশের ময়নাতদন্ত করার কাজে খুবই ব্যস্ত সময় পার করেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়