প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের মায়ের কবর জিয়ারত করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
গতকাল বুধবার ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের পাটওয়ারী বাড়িতে পারিবারিক কবরস্থানে এসে মরহুমার কবর জিয়ারত করে রুহের মাগফেরাতে দোয়া করেন তিনি। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াজেদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, এএসপি (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাজাহান তালুকদার শাহ ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল ২টা ৪৫ মিনিটে অ্যাডঃ সিরাজুল ইসলামের সহধর্মিণী ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এর আগে বেশ ক’দিন যাবত তিনি করোনা আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
দুই দফা জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।