বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৫

ফরিদগঞ্জে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ উদ্বোধন

আগে লেখাপড়া এরপর রাজনীতি-- এটা মনে রেখেই মাঠে নামবে : এম এ হান্নান

অনলাইন ডেস্ক
আগে লেখাপড়া এরপর রাজনীতি-- এটা মনে রেখেই মাঠে নামবে : এম এ হান্নান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকালে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। এ সময় তিনি বলেন, জাতীয়তাবাদের ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কার্যক্রম আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের সামনে হাজির হয়েছি। তোমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ছাত্রদলের সদস্য হতে হবে। যারা ছাত্রদলের সদস্য হবে প্রত্যেকের কাছে একটাই চাওয়া, রাজনীতি করার আগে লেখাপড়াটা জরুরি। রাজনীতির মাঠে অবশ্যই যাবে, তবে যাওয়ার আগে নিজের লেখাপড়াটা শেষ করে তবেই যাবে। অর্থাৎ আগে লেখাপড়া এরপর রাজনীতি--এটা মাথায় নিয়েই রাজনীতির মাঠে নামতে হবে। আমরা ছাত্রদলে মার্জিত, ভদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের চাই । যারা এই দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, আ. খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু প্রমুখ। পরে বিএনপি নেতৃবৃন্দ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়