বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৯:৪৭

শ্রীনগরে মুষলধারার বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

খাল-বিল দখল, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে হাজারো মানুষ

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে মুষলধারার বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির ফলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘন ঘন মুষলধারায় বৃষ্টির কারণে কৃষিজমি, বিশেষ করে শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। বসতঘরের উঠান পর্যন্ত পানি উঠে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

বৃষ্টির পানি নিস্কাশনের জন্য সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ঢাকা-দোহার সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে এবং পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, খাল-বিলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপরিকল্পিতভাবে খাল ভরাট করে প্রভাবশালীরা বাসস্থান গড়ে তুলেছেন।

একটানা বৃষ্টি হলেই পানি জমে পড়ছে। সামান্য বৃষ্টিতেও পানি সরে যেতে না পারায় প্রতিবারই নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব সমস্যার বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি।

ভুক্তভোগীরা জানান, “একদিকে কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে প্রতিদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। খাল-বিল দখল এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবই মূল সমস্যা।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে দ্রুত খাল পুনঃখনন ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অপরিকল্পিত নগরায়ন এবং কর্তৃপক্ষের উদাসীনতায় দিন দিন দুর্ভোগ বাড়ছে

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়