প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২০:৪৭
চিতোষী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতিকে ফুল দিয়ে বরণ

শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানাকে ফুল দিয়ে বরণ করে নিলেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। বুধবার (৯ জুলাই ২০২৫) বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় নবনির্বাচিত সভাপতির সঙ্গে অন্যান্য সদস্যের পরিচয় পর্ব সম্পন্ন হয়। সভায় কলেজের সৃষ্ট জটিলতা নিরসন ও উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল খায়ের , দাতা সদস্য আলী হোসেন, হিতৈষী আতাহার আহমেদ, সদস্য লুৎফুল্লাহিল করিম, নজরুল ইসলাম, মহসিনুল কবির পাটোয়ারী, বিল্লাল হোসেন, আলী নেওয়াজ, আ. হান্নান, শিক্ষক প্রতিনিধি আবু সায়েদ, বিল্লাল হোসেন, উম্মে সালমা ও কামরুল আহসান চৌধুরী।