প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২২:২১
চাঁদপুর কণ্ঠের অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মোঃ দিদার হোসেন, সাঁটমুদ্রাক্ষরিক, কাম কম্পিউটার অপারেটর, চাঁদপুর সদর উপজেলা পরিষদে কর্মরত আছি। বিগত কিছুদিন আগে মোঃ আরিফ তালুকদার ঠিকাদারি কাজ করে এলজিইডি অফিস কর্তৃক বিলের জন্য আমার কাছে ফাইল নিয়ে আসেন। কিন্তু আরিফ তালুকদার সরকারি ভ্যাট ও আয়কর অনলাইনে জমা দিতে না পারায় তিনি অনলাইনে চালান জমা দেওয়ার জন্য আমাকে চালানের টাকা দিলে তা আমি অনলাইনে চালানের মাধ্যমে জমা দেই। কিন্তু কে বা কারা মিথ্যা ভিত্তিহীন ভিডিও ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করে। প্রকৃত সত্য না জেনে ফেসবুকে এই মিথ্যা ভিডিও প্রকাশ করায় আমার মান সম্মানের উপর আঘাত এসেছে। উক্ত আরিফ তালুকদারকে জিজ্ঞাসা করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
|আরো খবর
আমি চাঁদপুর কণ্ঠের অনলাইনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।
-মোঃ দিদার হোসেন।