প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৭:৪৫
রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের যুবদল সভাপতি ও সম্পাদককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে বিবৃতি প্রদান করেছেন ইউনিয়ন যুবদল। বুধবার (৯ জুলাই ২০২৫) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়েজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বেপারী এই আহ্বান জানান।
|আরো খবর
সংবাদ বিজ্ঞপ্তিতে রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি ফয়েজুল ইসলাম খান বলেন, বিগত ১৭ বছর যাবত আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমার বিরুদ্ধে ৩টি মামলা ছিলো। আমি গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও সভাপতি হিসেবে ইতঃপূর্বে দায়িত্ব পালন করেছি। সেই সময়ে অর্থাৎ বিগত সরকারের সময়ে বিদ্যালয় পরিদর্শনে আসা সেই সময়ের জনপ্রতিনিধিদের সামাজিক দায়িত্ব ও বিদ্যালয়ের সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করতে হয়েছে। এটা দোষের কিছু নয়। এ নিয়ে আমাদেরই কিছু সহযোদ্ধা না জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই সংবাদ বিজ্ঞপ্তি তাদের এবং যুবদলের সিনিয়র নেতৃবৃন্দকে জানানোর জন্যেই।
এদিকে একই সংবাদ বিজ্ঞপ্তিতে রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বেপারী জানান, তার নামে ফ্যাক ফেসবুক আইডি খুলে একইভাবে তাকে নিয়ে নিয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। যা সঠিক নয়। আমি নিজে বিগত সরকারের সময়ে ৬টি মামলার আসামী ছিলাম। আমাদের সহযোদ্ধাদের প্রতি অনুরোধ, সঠিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে লেখা উচিত।