প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২১:০২
দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে — বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন খোকন বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের সিদ্ধান্ত মেনে কাজ করবো। আমাদের একটাই লক্ষ্য—দলকে শক্তিশালী করা। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রত্যেক নেতা-কর্মীর উচিত, ষড়যন্ত্র মোকাবেলায় এক হয়ে কাজ করা। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই প্রতিহিংসার পথ বেছে নেওয়া যাবে না। ব্যক্তি স্বার্থে যেন দলের ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা দলের কর্মী, তাই দলের প্রতি আস্থা রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমাদের মেনে চলতে হবে।
|আরো খবর
সোমবার (৭ জুলাই ২০২৫) রাতে শাহরাস্তি উপজেলা বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় আনোয়ার হোসেন খোকন উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন মাস্টার, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির নেতা বিল্লাল হোসেন খোকন, মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (রনি), রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাসার, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা রতন বেপারী সেলিম, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম মানিক প্রমুখ।