প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮:০২
চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা

দুপুরের শেষান্তে বৃষ্টির প্রকোপ বাড়তে লাগলো। সমস্ত প্রকৃতি ভিজে একাকার হয়ে গেলো। এর মধ্যেই এক এক করে ছুটে আসতে লাগলো আড্ডারুরা। বৃষ্টি থামতেই জমে উঠে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা। রোববার (৬ জুলাই ২০২৫) বিকেল ৫টায় চাঁদপুর শহরে বৃষ্টিস্নাত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় এ আড্ডা। তখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টির শীতল ছোঁয়ায় নান্দনিক হয়ে উঠেছিলো আড্ডাস্থল।
|আরো খবর
সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও এমন একটি আড্ডা জমে উঠেছে এটা সত্যিই আনন্দের। শিল্প-সাহিত্যের প্রতি গভীর টান অনুভব না করলে বৃষ্টিতে ভিজে কেউ কবিতার আড্ডায় ছুটে আসে না।
সহ-সভাপতি শিউলী মজুমদার বলেন, বর্ষা ঋতুকে আমি মানুষের মনের সঙ্গে তুলনা করি। মানুষের মনের যেমন বিচিত্র রূপ থাকে, তেমনি বর্ষারও বিচিত্র রূপ দেখতে পাই আমরা।
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিলো বর্ষা। শুধু তাই নয়, হুমায়ূন আহমেদের প্রিয় ঋতুর তালিকায়ও আমরা বর্ষা দেখতে পাই। মানব জীবনে বর্ষার প্রভাব যতোটা পড়ে, অন্য কোনো ঋতুর ততোটা পড়ে না।
অনুষ্ঠানে উদীয়মান আবৃত্তিশিল্পী রাইসা ইসলাম তাসনিমকে পুরস্কৃত করার পাশাপাশি ফল চক্রের আয়োজন করা হয়।