প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২১:২০
উন্নয়ন পরিকল্পনা নিয়ে শাহরাস্তি পৌরসভার সভা

উন্নয়ন পরিকল্পনা নিয়ে শাহরাস্তি পৌরসভার সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার সুধীজনদের উপস্থিতিতে বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে পৌর সম্মেলন হলে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক নিগার সুলতানার সভাপতিত্বে সভায় পৌর কবরস্থানের জায়গা ক্রয়, জলাবদ্ধতা নিরসন ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন।
|আরো খবর
পৌর সচিব তোফায়েল আহাম্মদ শেখের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আলম প্রমুখ। সভায় সকলের অংশগ্রহণে পৌরসভার উন্নয়ন কাজ এগিয়ে নিতে আলোচনা করা হয়।