প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২২:০৮
কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না ................সাবেক এমপি লায়ন হারুন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)-এর সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর কেউ যেন সদস্য ফরম না পায়, এ ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। শত জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করেও কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, তার বড় উদাহরণ আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তরুণ প্রজন্মকে বিএনপির পতাকাতলে নিয়ে আসার জন্যে আমাদের ক্যারিশমাটিক লিডার তারেক রহমান অনন্য। আমাদেরকে তাদের ফলো করতে হবে। গত ৫ আগস্টের পর আমাদের এই দুই কর্ণধার যেভাবে দল এবং নেতা-কর্মীদের সঠিক পথে ধরে রেখেছেন, তার উদাহরণ তারা নিজেরাই। আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির প্রধানতম রাজনৈতিক দল বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আপনারা এখন থেকে মাঠে কাজ করুন। বিজয় আমাদের হবেই, পূর্বেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আপনাদের কাজ হলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফার কথা জানিয়ে দেওয়া।
|আরো খবর
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
গৃদকালিন্দিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মো. মামুন ভূঁইয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদল সদস্য মো. ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক পাটওয়ারী।
উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন বেপারী, যুবদল নেতা আ. কাদির, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, বিএনপি নেতা আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির হোসেন, প্রবাসী বিএনপি নেতা ইকবাল পাটওয়ারী, বিএনপি নেতা ইয়াছিন মেম্বার, আবুল খায়ের মেম্বার, হোসেন মেম্বার, সফিকুর রহমান, মো. স্বপন, মাঈন উদ্দীন, মহিলা নেত্রী জাহানারা বেগম, রাবেয়া আক্তার, লাকি আক্তার, সেলিনা বেগম প্রমুখ।
আলোচনা শেষে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম তুলে দেন অতিথিবৃন্দ।