প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০২:২৭
বাবুরহাট ট্যাক্সি ক্যাব স্ট্যান্ডে চলছে চাঁদাবাজির মহোৎসব!
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রী ও গাড়ি চালকরা

২০ টাকার টোল গাড়ি প্রতি নেয়া হচ্ছে ৫শ' থেকে ১ হাজার টাকা।। মাঠে সেনাবাহিনীর অবস্থানের পরও পরিবহন সেক্টরে প্রকাশ্যে এমন চাঁদাবাজির ঘটনায় ক্ষুব্ধ এবং হতাশ জনগণ
|আরো খবর
গাড়িপ্রতি পৌরসভার নির্ধারিত টোল দৈনিক একবার ২০ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে নেয়া হচ্ছে ৪০০-৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। এ যেনো চাঁদাবাজির মহোৎসব চলছে।
৫ আগস্টের পর চাঁদার পরিমাণ আরো বেড়েছে। স্ট্যান্ডের ইজারাদারের বিরুদ্ধে এই মাত্রাতিরিক্ত টোলবাজির নামে চাঁদাবাজির অভিযোগ।
পৌরসভা থেকে নির্ধারিত গাড়িপ্রতি দৈনিক একবার ২০ টাকা টোল আদায়ের কথা থাকলেও ইজারাদার নিচ্ছেন গাড়িপ্রতি ৪০০-৫০০ টাকা। এমনকি কিছু কিছু গাড়ির ক্ষেত্রে মাথাপিছু যাত্রী প্রতি ১০০ টাকা করে অর্থাৎ ৬ সিটের গাড়ির জন্য ৬০০ টাকা ও ১০ সিটের গাড়ির জন্য ১০০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।
এই চাঁদার ভার গিয়ে পড়ে যাত্রীদের উপর।
ঈদ, পূজা, পহেলা বৈশাখ, বৈরী আবহাওয়ার দিনগুলোসহ বিশেষ ছুটির দিনগুলোতে এই ভাড়া নৌপথের ভাড়ার তিনগুণ, চারগুণ এমনকি পাঁচগুণও হয়ে যায়।
পৌরসভা থেকে গাড়িপ্রতি দৈনিক একবার ২০ টাকা করে টোল নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু আমাদের কাছ থেকে ইজারাদার প্রতি ট্রিপে ৪০০-৫০০ টাকা এমনকি কিছু গাড়ির ক্ষেত্রে ১০০০ টাকাও নেয়া হচ্ছে।
ইজারাদাররা অনেক প্রভাবশালী। প্রতিবাদ করলে পরের দিন হতে এখান থেকে আর কোনো ট্রিপ নিতে পারবো না।
গাড়িপ্রতি ৪০০-৫০০ টাকা করে টোল নেয়া হচ্ছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
ওয়্যারলেস এলাকায় আমাদের কোনো স্ট্যান্ড নেই... তবে বিষয়টি সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে। পৌরসভার প্রশাসক মহোদয় এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেবেন।
এদিকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মাঠে সেনাবাহিনীর অবস্থান থাকার পরও পরিবহন সেক্টরে প্রকাশ্যে এমন চাঁদাবাজিতে হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
ডিসিকে/এমজেডএইচ