বুধবার, ০৯ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১০:৫৯

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযান

এক সপ্তাহ পর চালু হলো গুপ্টি পূর্ব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

প্রবীর চক্রবর্তী
এক সপ্তাহ পর চালু হলো গুপ্টি পূর্ব ইউনিয়ন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

চিকিৎসাসেবা বঞ্চিতরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে তালা মেরে দেয়ার এক সপ্তাহ পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথবাহিনীর অভিযানে সেটি পুনরায় চালু হলো।

জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে চিকিৎসকসহ জনবলের অভাবে চিকিৎসাসেবা বঞ্চিত বিক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামে অবস্থিত গুপ্টি পূর্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি তালা মেরে দেয়। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

পরবর্তীতে মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী বন্ধ হয়ে থাকা এই সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে যৌথ বাহিনী ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন তালা অপসারণ করে এবং স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় জনগণের জন্যে উন্মুক্ত করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে যৌথ বাহিনী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে আবার চালু করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়