প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০
বদরগঞ্জে বসত বাড়ি ভাংচুর লুটপাট ও মারধরের অভিযোগ

রংপুরের বদরগঞ্জে বসতবাড়ি ভাংচুর ও বাসিন্দাদের মারধর করে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর উত্তর পাড়া গ্রামে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী লোকমান হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শংকরপুর উত্তর পাড়া গ্রামে লোকমান হোসেন পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছিলেন। নিজ জমিতে নির্মাণ করা ঘর গত বুধবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী এলাকার ফুল মিয়া, আসাদ মিয়া, মোসলিম মিয়া, মোশারফ হোসেন সহ প্রায় ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে ভাংচুর করে। ওই সময় লোকমান হোসেনের পরিবারের লোকজন বাধা দিলে মারধরের শিকার হন ময়ূরী বেগম, মুসলিমা বেগম ও লোকমান হোসেনের ভাতিজি সাথী আক্তার। তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন লোকমান হোসেনের আরেক ভাতিজি তানভী খাতুন। ওই সময় তার চুলের মুঠি ধরে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। এছাড়াও বাড়ি ভাংচুর করে বাড়িতে থাকা এক লক্ষ টাকার আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ উল্লেখ করেন। তবে এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।