প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯
জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি
আজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা উদ্যাপন করা হবে। এর পরপরই এখান থেকেই বের করা হবে বর্ণাঢ্য র্যালি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী এই কর্মসূচির কথা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।