রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁসক সমাজকর্ম বিভাগ পরিদর্শনে অধ্যক্ষ অসিত বরণ দাশ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগ পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। মঙ্গলবার সকালে সমাজকর্ম বিভাগের ক্লাসরুমে অবকাঠামোগত উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এদিন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিভাগের প্রথমবর্ষের ক্লাস কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পড়ালেখারসহ শিক্ষা-সংস্কৃতি কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পড়ালেখা ঠিকভাবে করতে হবে। তাই প্রত্যেকে সববিষয়েই অংশগ্রহণ জরুরি। কলেজেও বিভিন্ন কর্মকাণ্ড হয়ে থাকে, তাতে তোমরা অংশগ্রহণ করবে। আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আলমগীর হোসাইন, প্রভাষক নাশিদ সিফাত, নূরুন নাহারসহ জেলা গণগ্রন্থাগারের কর্মকর্তা ও বিভাগের অন্য শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়