প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৬:৪৬
শাহরাস্তিতে যৌথ বাহিনী কর্তৃক তিন মাদক ব্যবসায়ী আটক

শাহরাস্তিতে যৌথ বাহিনী কর্তৃক মাদকবিরোধী অভিযানে তালিকাভুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বেলা পৌনে বারোটার সময় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে শাহরাস্তি উপজেলার কুরকামতা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. রাসেল (৩০), মুশরিকুল (২৫) এবং মানিক (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে পূর্বে নারী ও মাদক পাচারের ঘটনায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণের জন্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।