বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১:০৩

হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে ছিলো এবং থাকবে ইনশাআল্লাহ

----শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে ছিলো এবং থাকবে ইনশাআল্লাহ
হাইমচর কেভিএন হাই স্কুলের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীদের মাঝে নগদ অর্থ তুলে দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলার তত্ত্বাবধানে ২নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেভিএন হাইস্কুল সংলগ্ন মার্কেটে গত ৩ মার্চ রাতে অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, করোনাকালীন দেশের দুঃসময়ে মানবিক সেবায় নেতৃত্বদানকারী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি ঐ দিনই তাদেরকে প্রতিশ্রুতি দেন ইনশাআল্লাহ আমাদের সাধ্যানুযায়ী আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করবো। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি।

বুধবার (৯ এপ্রিল ২০২৫) বিকেলে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা অনুযায়ী এলাকা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে ছিলো এবং থাকবে ইনশাআল্লাহ।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলার সভাপতি ডাক্তার মো. শফিউল্লাহ, সেক্রেটারি মো. ফখরুল আলম শিমুল, বামুক সদর নেতা মো. রুহুল আমিন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলগী বাজার দাখিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী নজরুল ইসলাম রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

লক্ষ্যণীয় বিষয় হলো, এ ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশই হিন্দু পরিবারের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়