প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৭:৪০
কচুয়ায় শান্তিপূর্ণভাবে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন
এক পরীক্ষার্থী বহিষ্কৃত, একজনের ৪ হাজার টাকা জরিমানা

কচুয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকাল ১০টা থেকে কচুয়ায় ১২ টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
|আরো খবর
এ বছর কচুয়ায় এসএসসি পরীক্ষায় ৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ২৬৬ জন, অনুপস্থিত ছিলো ৬৭ জন। এসএসসি
(ভোকেশনাল) ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৬৪ জন, অনুপস্থিত ছিলো ৪ জন। দাখিল ৩ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৫৭ জন, অনুপস্থিত ছিলো ৪৮ জন।
বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে নাছিম আহমেদ নামে এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে আশিক নামে একজনকে ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন এসি (ল্যান্ড) বাপ্পী দত্ত রনি।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে সকাল থেকেই তৎপর ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। তাঁর দিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাও ছিলেন তৎপর এবং তাঁদেরকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। এরই অংশ হিসেবে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনোহরপুর ফাজিল মাদ্রাসা, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের সচিবসহ সকলকে পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
কচুয়ায় নকলমুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসায় ভাসছেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।