শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৬:৫২

হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল : দু প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল : দু প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা  জরিমানা
অনলাইন ডেস্ক

হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজালের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে হলুদ ও মরিচের গুঁড়ার সাথে রং, আটা ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে কে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য রং মিশিয়ে ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অভিযোগে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার দপ্তরের ওই জেলা কর্মকর্তা‌।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়