প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৪৪
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা

বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুক্তরাজ্যে নবগঠিত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রেনু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি মো. অদুদ আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের চিফ প্যাট্রন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।
কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হুসেন আহাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) ইস্ট লন্ডনের বেথনাল গ্রীনের অট্রিয়াম হলে মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআনখানি, স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, সহ-সভাপতি আব্দুল মুহিত খান বাদশাহ, মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ, যুগ্ম সম্পাদক বকশী শামীম আহমেদ, রুহুল ইসলাম রুলু, সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, প্রচার সম্পাদক রিয়াদ আহাদ, সহ-কোষাধ্যক্ষ জাবেদ আলমসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমসেদ আলী, সোয়ানসী বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরা।
সভার আলোচনায় বক্তারা মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং প্রবাসে তাঁর আদর্শকে প্রজন্মের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।