সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২২:০১

হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৭১৮ জন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে  ৪৭১৮ জন

২০২৫ সালে অনুষ্ঠিতত্ব এসএসএসি ও সমমান পরীক্ষায় হাজীগঞ্জে ৪ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। উপজেলার ৯টি এসএসসি, ৩টি দাখিল ও ২টি ভোকেশনালসহ মোট ১৪টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। এর মধ্যে ৩ হাজার ৩২ জন এসএসসি পরীক্ষার্থী, ৩টি কেন্দ্রে ১ হাজার ২২৮ জন দাখিল পরীক্ষার্থী ও ২টি কেন্দ্রে ৪৫৮ জন ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছেন।

জানা যায়, এসএসসি পরীক্ষার্থীরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, পালিশারা উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় ও নাসিরকোট উচ্চ বিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

দাখিল পরীক্ষার্থীরা হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা ও রাজারগাঁও ফাজিল মাদ্রাসাসহ ৩টি কেন্দ্র এবং ভোকেশনাল পরীক্ষার্থীরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ ২টি কেন্দ্রে পরীক্ষা দিবে।

ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা থাকবেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষাবোর্ড ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শণ করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন চাঁদপুর কন্ঠকে জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের নিয়ে সভা করা হয়েছে। ওই সভার মাধ্যমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়