প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৫৮
চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা
কোনোভাবেই কোনো অপরাধী যাতে ছাড় না পায়
--যুগ্ম মহাসচিব অ্যাড. মোহাম্মদ কামাল হোসেন

চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মোহাম্মদ কামাল হোসেন।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনার অনুসারী যারা বিভিন্নভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা আমাদের ভাইদের শহিদ করেছে, আহত করেছে, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার নিষ্পত্তি করে সাজা না হওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে কোনোভাবে কোনো অপরাধী যাতে ছাড়া না পায়।
তিনি আরো বলেন, এই মুহূর্তে দরকার গণতান্ত্রিক সরকার। নতুন নেতৃত্বের জন্যে আমাদের সেক্রিফাইস করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনাদের এই সভায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক একমত ছিলেন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর ইউনিটের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আজম মোর্শেদ আল মামুন লিটন।
ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ফোরামের সাবেক সদস্য অ্যাড. মো. আলম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জসিম উদ্দিন মেহেদী হাসান ও অতিথি অ্যাড. বোরহান উদ্দিন রাজিব। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, চাঁদপুরের নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতি ও ফোরামের সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাড. জাকির হোসেন ফয়সাল, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর ইউনিটের সিনিয়র আইনজীবী অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. নাজিম উল্লাহ বাপ্পী, অ্যাড. হুমায়ুন কবির, অ্যাড. ওমর ফারুক টিটু, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজাহিদুল ইসলাম সাদ্দাম, সদস্য অ্যাড. শাহনাজ রুজি, অ্যাড. শামীম হোসেন।